সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় চেকপোস্ট পরিচালনা করে ১ কেজি গাঁজা ও বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের আবদানপুর পারাস্থ শ্রীপতিপাড়া ব্রীজ চাওখালী বাজার হতে ফুলতলা এলাকায় র্যাব-৫সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান এর নেতৃত্বে একটি অভিযানিক দল চেক পোস্ট পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত আসামি হলেন,মোঃ মিজানুর রহমান (৩৫) পিতা মৃত আলহাজ্ব মতিউর রহমান,সাং পশ্চিম মাধনগর কাজীপাড়া, থানা নলডাঙ্গা, জেলা নাটোর। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকৃত আসামি পেশাদার মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন ধরেই আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
র্যাব-৫ সিপিসি-২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।