সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
চারঘাটে দিনব্যাপী কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং সরবরাহকারীদের জন্য রপ্তানিযোগ্য পেয়ারা, ফল উৎপাদন ও ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ সেন্টারে এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল,বাণিজ্য মন্ত্রণালয় সহযোগিতায় বাংলাদেশ হটিকালচারাল প্রডিউর্সাস এন্ড এক্সপোর্টস এ্যাসোসিয়েশন আয়োজনে কৃষক সরবরাহকারীদের জন্য রপ্তানিযোগ্য পেয়ারা ও ফল উৎপাদন ও ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে ৫০ জন কৃষক-কৃষানী অংশগ্রহন করে।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মুঞ্জুরুল ইসলাম, উপদেষ্টা, বাংলাদেশ ফল সবজি ও সমজাতীয় উৎপাদনকারক ও রপ্তানি কারক এ্যাসোসিয়েশন।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী আনিছুর রহমান, উপ-পরিচালক বিজনেস প্রমোশন কাউন্সিল, প্রকল্প ম্যানেজার ওয়ার্লডভিশন দেবন্দ্রনাথ সরকার,ফিল্ড অফিসার নাহিদ পারভেজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আম ও পেয়ারা ন্যায্যমূল্যে সরাসরি এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল,বাণিজ্য মন্ত্রণালয় মাধ্যমে কৃষকরা রপ্তানিযোগ্য পেয়ারা ও ফল উৎপাদন করা যাবে। কোন কৃষক যেন ভোগান্তি না হয়,এটাই আমাদের লক্ষ্যে। সবার সহযোগিতা কামনা করি।
Leave a Reply