রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষীপুরে হামলা চালানোর অভিযোগ উপজেলা ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুব লীগের আহবায়ক মোঃ দিদারুল ইসলাম মোল্লার নামে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক দিন গা–ঢাকা দেয় এই আওয়ামী লীগ নেতা।
কিন্তু লক্ষ করা যায় গত বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার চরকাছিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের ২০২৫ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দিদারুল ইসলাম মোল্লা সভাপতিত্ব করছেন।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় নুর আলম মিয়া বলেন, দিদারুল ইসলাম আগষ্টে লক্ষীপুরে টিপু বাহিনির সাথে সাধারণ ছাত্রদের উপর গুলি চালায় এতে লক্ষীপুরের আফনান এবং আমাদের রায়পুরের ওসমান গনি শহীদ হন তাছাড়া দিদার ইউনিয়ন যুবলীগের আহবায়ক সে এলাকায় দাপট খাটিয়ে বিগত ১৬ বছর করেছে নানামুখী অন্যায় অনিয় তাকে এখানে সভাপতিত্ব করতে দেওয়াটা ঠিক হয়নি প্রধান শিক্ষকের।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া বলেন, ‘বিদ্যালয়ের সভাপতি দিদারুল ইসলাম তিনিই বিদ্যালয়টি পরিচালনা করেন আমি এখানে সামান্য চাকরি করি তার বিদ্যালয় সে সভাপতিত্ব করবে এখানে আমার কিছু করার নেই। যেহেতু এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান।
এইদিকে স্থানীয়দের দাবি দিদার সহ যারাই ৫ই আগষ্টের হত্যাকান্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা।
Leave a Reply