রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলার আদিতমারিতে সড়ক দূর্ঘটনায় চাচা ও ভাতিজি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী স্বর্ণামতি ব্রিজের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়া গতির নাভিলা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহীর। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রমজান আলী (৫২) নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী ভাতিজি খাদিজাতুল কোবরা। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় বুড়িমারী গামী বেপরোয়া নাভিলা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহীর। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল চালক এবং মোটরসাইকেলের পিছনে থাকা চালকের ভাতিজি গুরুতর আহত হয়ে চিকিৎসা নিতে যাওয়ার পথে তিনিও মারা যান।
নিহত রমজান আলী কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে এবং নিহত খাদিজাতুল কোবরা নিহত রমজান আলীর ভাতিজি। তারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য আসছিলেন।
আদিতমারি থানার অফিসার ইনচার্জ আলী আকবর বলেন, দূর্ঘটনার পরপরেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।