সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। (৪ মার্চ ) মঙ্গলবার চারঘাট চকমোক্তারপুর গ্রামে সকাল সাড়ে ৬ টার দিকে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবাসায়ীকে গ্রেপ্তার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল করিম সুইট (৩৬)। সুইট চারঘাট চকমোক্তারপুর গ্রামের মোঃ কোবাদ আলীর ছেলে।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলম ও ফোর্স-সহ (৪ মার্চ) সকালে চারঘাট থানার তালতলা বাজার এলাকায় ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট চকমোক্তারপুর এলাকায় একটি আম বাগানের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে ডিবি পুলিশের ওই টিম অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আব্দুল করিম সুইটকে আটক করে তার কাছে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে।
উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ সাগর ইসলাম নামের এক ব্যক্তি ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক অভিযুক্ত মোঃ সাগর ইসলামসহ গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আব্দুল করিম সুইটের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।