জেলা প্রতিনিধি নড়াইল :
নড়াইল জেলার সব ইটভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ইটভাটা মালিক সমিতি ও শ্রমিকরা। মঙ্গলবার (৪ মার্চ) সকালে জেলা শিল্পকলার সামনে, অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদ এবং এসব ইটভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক-শ্রমিকরা ।
সেই সঙ্গে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। বিভিন্ন ইটভাটার মালিক–শ্রমিক মিলে সাত শতাধিক মানুষ মঙ্গলবার সকালে শিল্প কলা চত্বর থেকে শুরু করে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নড়াইল জেলা সভাপতি এম এম রেজাউল আলম,সাধারণ সম্পাদক সাইফুর রহমান হিট্টু, সিনিয়র সহ সভাপতি, বি এম রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক,মনিরুল ইসলাম, পলাশ মাহমুদ, কোষাধ্যক্ষ করিমুল ইসলাম কুশল, কাজী মোহাব্বত প্রমুখ।
এসময় তারা বলেন, এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে। ৫০ লক্ষ পরিবারের ২ কোটি মানুষের রুটি রুজীর ব্যবস্থা আমরাই করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে। এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন।
তারা আরো বলেন,মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে।
পরিবেশগত ছাড়পত্র, ডি.সি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলক ভাবে জমা দেয়ার বিধান করতে হবে। ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষনা দিতে হবে। ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রনয়ন করতে হবে।
সমাবেশ ও মানববন্ধন শেষে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতাদের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।