মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের জমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৯ মার্চ) বিকালে উপজেলার দুধনই তালতলা গ্রামে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মঞ্জুরুল হক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি বলেন প্রতিবেশি আব্দুল হকের কাছ থেকে গত প্রায় ২০ বছর পুর্বে ৭ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন তিনি। কিন্তু তার অপর এক প্রতিবেশি ওই জমিসহ নিজের জমি ভুমি অফিসে তথ্য গোপন করে নাম জারি করে নেয়। পরে তিনি উক্ত জমি দখল করে নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঘটনাটি জানাজানি হয়ে গেলে মঞ্জরুল হক উক্ত নামজারি বাতিলের আবেদন করেন তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় গ্রামবাসীও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মঞ্জরুল বলেন,নামজারি করার পর থেকে ওই ব্যাক্তি তার জমি দখল করে নেয়ার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
Leave a Reply