বেরোবি প্রতিনিধি:
ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতি মানববন্ধন করেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (৯ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দেন এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানান।
ধর্ষকের একটাই সাজা—মৃত্যুদণ্ড!
ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, “ধর্ষকের শাস্তি একটাই—মৃত্যুদণ্ড ছাড়া কোনো বিকল্প নেই। মাস্টার মানিক মিয়াসহ দেশের সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সমিতির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বলেন, স্বাধীন দেশে এমন ন্যাক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। ধর্ষকদের সর্বোচ্চ সাত দিনের মধ্যে তদন্ত ও ২১ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মাস্টার মানিক মিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে এক প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে শিক্ষক **
মোজাম্মেল হক মানিক (মাস্টার মানিক মিয়া) কে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থী ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচারের দাবি উঠেছে।
ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই—একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আমরা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার, ন্যায়ের পক্ষে অবিচল! আসুন, একসঙ্গে রুখে দাঁড়াই, ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
Leave a Reply