সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বড় ধাদাশ নামক স্থানে আলিফ আলী (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, বেলপুকুর ইউনিয়নের বড় ধাদাশ সড়ক পাড়া গ্রামের আব্দুল খালেকের একমাত্র ছেলে আলিফ আলী বিকাল ৫ টা ৪৫ মিনিটে ইফতার কিনার জন্য দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে বাজারে যাওয়ার সময় ধাদাশ মান্নানের সার গোডাউনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে গুরুত্ব আহত হয়। পরে স্থানীয় জনসাধারণ ও পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বিকাল ৫ টা ৪৫ মিনিটে ইফতারি কিনার জন্য দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো সময় নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগলে আলিফকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে এসেছি এ বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply