বেরোবি সংবাদদাতা:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে বাইরে রিকশাচালক, দোকানদার ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জহির রায়হান।
মঙ্গলবার (১২মার্চ) বিকেলে নিম্ন আয়ের মানুষের হাতে ইফতার তুলে দেন ছাত্রদলের এ নেতা।এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আবু সাইদ চত্বরের আশেপাশের নিম্ন আয়ের মানুষজনের মাঝে ইফতার দেওয়ার মাধ্যমে ইফতার বিতরণ শুরু হয়। তিনি আরও ২ দিন ইফতার বিতরণ ও একদিন অসহায় মানুষদের সেহেরির ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
ইফতার পেয়ে খুশী হয়ে আবু সাইদ চত্বরের এক রিকশাওয়ালা বলেন, ইফতার বিতরণের কার্যক্রমটা আজ ব্যতিক্রম লেগেছে। তবে এটা ভেবে ভালো লাগছে যে, কেউ পবিত্র মাসে ইফতার বিতরণের মাধ্যমে আমাদের মূল্যায়ন করেছে।
জহির রায়হান বলেন,রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। সমাজের নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা যেন ইফতার থেকে বঞ্চিত না হন, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দল-মত নির্বিশেষে মানবতার সেবায় কাজ করতে পারলেই প্রকৃত আনন্দ পাওয়া যায়।ছাত্রদল সবসময় মানুষের পাশে থাকার রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান আমাদের শিখিয়েছেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি গরিব-দুঃখীদের মুখে একটু হাসি ফোটাতে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করি।
Leave a Reply