মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের নকলা উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথিদের ২১তম সেশন “একবার না পারিলে দেখো শতবার” নামক সেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নকলা উপজেলার কিংকরপুর গ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত সেশনের মূল আলোচ্য বিষয় ছিলো নেতিবাচক চিন্তাগুলো খুজেঁ দেখি এবং হতাশা কমিয়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলি। সেশনটি পরিচালনা করেন এসোসিয়েট অফিসার নকলা মো: শহিদুল ইসলাম। অত্র সেশনটি পর্যবেক্ষণ করেন ব্র্যাক প্রধান কার্যালয়ের ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রোগ্রাম কো-অডির্নেটর (অপারেশনস) পলাশ কুমার ঘোষ।
উক্ত সেশনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমাতয়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির শেরপুরের জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ডেপুটি ম্যানেজার মো: সেলিম রেজা।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রোগ্রাম কো- অডির্নেটর (অপারেশনস) পলাশ কুমার ঘোষ কিশোরীদের উদ্দেশ্যে বলেন, আমাদের স্বপ্নসারথিদের স্বপ্ন আরো বড় করে দেখতে হবে। আমাদেরকে নিজের পায়ে দাড়াঁতে হবে। কোন ক্রমেই আঠারো বছর বয়স পূর্ণ না হওয়ার আগে বিয়ে করা যাবে না। ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাড়িঁয়ে মা-বাবাকে সহযোগিতা করতে হবে। নারীরা কিছু করেনা, করতে পারে না এ ভ্রান্ত ধারনা থেকে বের হয়ে নিজেদের যোগ্য করে প্রমাণ করতে হবে যে, মেয়েরা সব কিছুই পারে। আঠারো বছর পূর্ণ হওয়ার পূর্বে বিয়ের কোন প্রস্তাব আসলে কার্যকর উপায়ে না বলতে হবে।
শেষে কিশোরী বাল্যবিয়ে প্রতিরোধে একযোগে বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়ে সভা সমাপ্তি করা হয়।
Leave a Reply