সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী জেলার গোদাগাড়ীতে ২ কেজি গাঁজাসহ বিলকিস খাতুন (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সদস্যরা।
গতকাল শনিবার (২২ মার্চ) দুপুর ১টার গোদাগাড়ী থানাধীন কাকনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানাধীন কাকনপাড়া গ্রামের শামসুল আলমের মেয়ে।
জানা গেছে, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের তত্ত্বাবধানে পরিদর্শক পারভীন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী বিলকিসের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় মাদক ব্যবসায়ী বসতঘরের ভিতরে থাকা কাঠের শোকেচের উপরের ড্রয়ারের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিক বস্তার মধ্যে থেকে পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি পোটলা থেকে ২কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দলটি।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর জানান, মাদক ব্যবসায়ী বিলকিস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জড়িত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে তার বসত ঘর থেকে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিলকিসের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply