সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুর এক চাঞ্চল্যকর স্ত্রী আফরিন আক্তার হত্যা মামলার প্রধান আসামী শাহিনুর রহমান RAB-5 এর হাতে গ্রেফতার।
২৩ (মার্চ) কাশিয়াডাঙ্গা হড়গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করেন RAB-5 , তিনি দুর্গাপুর উপজেলা আনলিয়া গ্রামের আঃ জলিলের ছেলে। পাঁচ বছর আগে শাহিনুের সঙ্গে আফরিন আক্তারের বিয়ে হয়,আফরিন আক্তারের পরিবার থেকে আড়াই লক্ষ টাকার যৌতুক হিসেবে দেওয়া হয়। তারপরেও শাহিনুর রহমান ও তার পরিবার আফরিন আক্তার কে অতিরিক্ত যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এবং বিদেশে যাওয়ার জন্য অতিরিক্ত টাকা দাবি করেন। ১৪ (মার্চ) পরিবার সহ মারপিট করে হত্যার পর দরজা জানালা বন্ধ করে পালিয়ে যান। ভিকটিম এর পরিবার মামলা দায়ের করলে, RAB-5 এই মামলা তদন্ত শুরু করেন, এবং শাহিনুরকে গ্রেফতার করতে সক্ষম হন। এই ঘটনাটি একটি পারিবারিক সংজোতার উদাহরণ যা সমাজের অনেক মানুষের নিরাপত্তার অধিকার নিয়ে প্রশ্ন তুল্য।
Leave a Reply