সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি
রাজশাহীর পবার নওহাটা পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে পৌর গোডাউন চত্তরে এলাকার গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) রবিউল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কর নির্ধারক হাবিবুর, হিসাব রক্ষক নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, নূরুল ইসলাম, উচ্চমান সহকারি বিনায়ক চক্রবর্তী। দুই দিনব্যাপি (সোমবার ও মঙ্গলবার) পৌরসবার অধিবাসী ৪ হাজার ৬শ’ ২১ জন গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ অনুষ্ঠিত হবে।