মোহাম্মদ মাসুদ :
ইপসা আয়োজিত ইয়ুথ ক্লাইমেট হ্যাকাথনে ৩০টি প্রজেক্ট প্রদর্শীত ও বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ, ২০২৫ বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে ইপসা’র আয়োজনে অনুষ্ঠিত হয় “ইয়ুথ ক্লাইমেট হ্যাকাথন-২০২৫”। ইপসা’র প্রধান নির্বাহী আরিফুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন নোমান হোসেন, উপপরিচালক , স্থানীয় সরকার, চট্টগ্রাম। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান ছিল সোশ্যাল একশন প্রজেক্ট প্রদর্শনী, থিমেটিক প্যানেল আলোচনা, ইয়ুথ টক প্রভৃতি। ৩০ টি ভিন্ন ভিন্ন সোশ্যাল একশন প্রজেক্ট প্রদর্শীত হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল, বর্জ্য থেকে সম্পদ তৈরী, পানির টেকসই ব্যবহার, বিদুৎ এর টেকসই ব্যবহার, নিরাপদ খাবার, প্লাস্টিকের বিকল্প, গ্রীন চাষাবাদ, পরীচ্ছন্নতার জন্য অধিপরামর্শ, নদী সুরক্ষা প্রভৃতি। প্রদর্শনীতে অংশ নেয় চট্টগ্রাম, কক্সবাজার, সীতাকুণ্ডের থেকে আসা প্রায় দেড় শতাধিক তরুণ । প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি চলে বিষয়ভিত্তিক প্যানেল আলোচনা।
প্রথম থিমেটিক সেশন ‘কমিউনিটির উন্নয়নের জন্য যুব নেতৃত্বের প্রয়োজনীয়তা’ বিষয়ক সেশনে ইপসা’র সহকারী পরিচালক ও ইয়ুথ ফোকাল আব্দুস সবুর’র সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিশোয়ার জাহান চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা পিপিএম, দৈনিক প্রথম আলো চট্টগ্রামের বার্তা সম্পাদক ওমর কায়সার, যুব সংগঠন ইয়াসিড’র প্রধান কর্মকর্তা কায়সার হামিদ ও ইয়ুথ লিডার নাজনীন সুলতানা।
দ্বিতীয় থিমেটিক সেশন ” ‘ইনোভেটিভ ইয়ুথ-লেড ক্লাইমেট অ্যাকশন ফর রেসিলিয়েন্ট ফিউচার””বিষয়ক সেশনে ইপসা’র প্রোগ্রাম অফিসার সেতার রুদ্র’র সঞ্চালনায় প্যানেল আলোচনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রী এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস এর অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদদীন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম’র পরিচালক (গবেষণাগার) নাসিম ফারহানা শিরীন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহযোগী অধ্যাপক ড. পলরাজ মোসে সেলভাকুমার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইন্সটিটিউট এর শিক্ষক সৌরভ সাহা জয় ও ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার ড. প্রবাল বড়ুয়া। এছাড়া উপস্থিত ছিলেন অপূর্ব দে, জসিম উদ্দিন, ফারাহ আমিনা, শাখাওয়াত হোসেন, মিনহাজুর রহমান শিহাব, বখতিয়ার হোসেন, শহিদুল ইসলাম মুন্না, সোহেল হোসেন মুন্না প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় টেকসই উন্নয়ন ও লোকাল লিড উদ্ভাবন নিশ্চিতে তরুণদের নেতৃত্ব, সচেতনতা ও উদ্যোগ গ্রহণ জরুরি বিষয়ে গুরুত্ব দেয়। তরুণদের এই সব গ্রহণকৃত উদ্যোগ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। ক্লাইমেট হ্যাকাথনে অংশগ্রহণকারী সব যুবদেরকে ইয়ুথ কানেক্ট- বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রজেক্টের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। ইয়ুথ কানেক্ট- বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রজেক্টেটি বাস্ত্ববায়নে সহযোগিতা করছে ব্রিটীশ কাউন্সিল বাংলাদেশ। মাঠ পর্যায়ে ইপসা’র পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়ন করছে ইয়াসিড ও স্বপ্ন আগামী। গত একবছর এই উদ্যোগের মাধ্যমে ৯০০ যুবকে নেতৃত্ব ও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশিক্ষ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে যুবরা স্থানীয় পর্যায়ে বিভিন্ন সোশ্যাল এ্যাকশন প্রজেক্ট বাস্তবায়ন করছে। ক্লাইমেট হ্যাকাথনে যুবদের কর্তৃক গৃহীত বিশেষ উদ্ভাবনী উদ্যোগগুলো প্রর্দশন করা হয়।
Leave a Reply