রায়পুর প্রতিনিধি
দখলদার ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রায়পুর পৌর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫ টার নাগাদ শহরের বুড়ো মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাস্টার ইসমাইল।
সমাবেশে বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরায়েলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানান।
এসময় আরও বক্তৃতা করেন পৌর জামায়াতের আমীর মাওলানা ফজলুর করিম, নায়েবে আমির এড কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এড আব্দুল আউয়াল রাসেল, লক্ষ্মীপুর জেলা ইসলামিক ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক আব্দুল মোতালেব,সাবেক শিবির নেতা সাইফুদ্দিন রাকিব প্রমুখ
Leave a Reply