পিরোজপুর প্রতিনিধি : –
ওয়ার্ল্ড ভিশন একটি আন্তর্জাতিক ত্রাণ উন্নয়ন এবং এডভোকেসি সংস্থা। শিশু ও তার পরিবার এবং সমাজ থেকে দারিদ্র এবং অন্যায্যতা দূর করে শিশুদের জীবনে পরিপূর্ণতা আনয়নের লক্ষে জাতি, ধর্ম, বর্ণ ও নারী -পুরুষ কিংবা স্বক্ষমতা নির্বিশেষে বিশ্বব্যাপী দরিদ্রতম ও সবচেয়ে দুর্দশাগ্রস্থ শিশু এবং সমাজের জন্য সেবা প্রদানে নিবেদিত। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাঁর পরিকল্পিত প্রাত্যহিক কার্যক্রমের পাশাপাশি বিশেষ উদ্যোগ হিসেবে 5 ZERO PLUS FOR EVERY CHILD কার্যক্রম হাতে নিয়েছে। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও চলমান রাখার জন্য উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সাংবাদিকদের সাথে বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ সভা কক্ষে
অবহিত করণ সভার আয়োজন করে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশিদ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি ম্যানেজার মিল্টন সিং এর সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সাংবাদিকবৃন্দ সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসাররা এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে উক্ত কার্যক্রমকে সাধুবাদ জানায় এবং কার্যক্রম বাস্তবায়নের জন্য ওয়ার্ল্ড ভিশনকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply