রায়পুর, প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০.টায় উপজেলা পরিষদ চত্বরে,উপজেলা নির্বাহী অফিসার অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন। ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে নববর্ষকে বরন করে নেওয়া হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল বৈশাখী শোভাযাত্রার র্যালী বের হয়ে রায়পুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বর গিয়ে শেষ হয়।
এরপরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিভিন্ন শিল্পীগোষ্ঠীদের অংশগ্রহণে বৈশাখী গান ও দেশাত্ববোধক গান পরিবেশনা করা হয়। গান পরিবেশনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথমার্ধ শেষ।
দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পুকুরে বাঙ্গালীর ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাহেদ আরমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া,মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, কৃষি অফিসার মাজেদুল ইসলাম,পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবদুস সত্তার কাকন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শারমিন
এ’সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
দিবসটি বাঙালির বাঙ্গালিয়ানা, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে মৈত্রী, সম্প্রীতি , চেতনার জাগরণ ও সম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জেগে উঠার প্রত্যয়ে অতীতের গ্লানি মুছে দিয়ে নতুন দিনে স্বাভাবিক জীবনে চলার প্রত্যাশায় পালিত হয়। ঐতিহ্যবাহী বাঙালির পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুনসহ বৈশাখী শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।