মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় শোভাযাত্রায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, পুলিশ মো. আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ সরকারী আধা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ করা হয়। পরে সেখানে নববর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।
শোভাযাত্রায় বাঙালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, গ্রামীন ঐতিহ্যবাহী পালকিসহ বাঙালীর নানা ঢংয়ের পোষাক পড়ে এবং নানা রঙের ব্যানার-ফ্যাস্টুন বহন করা হয়।
এদিকে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে তিন দিনব্যাপী গ্রমীণ লোকজ মেলা উদ্বোধন করা হয়। মেলায় লোকজ আসবাবপত্র, কারুশিল্পের পোশাক, শিশুদের খেলনা ও বিভিন্ন খাবারের স্টল প্রদর্শন করা হয়েছে।
এদিকে জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, শেরপুর সরকারি মডেল কলেজ সহ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পহেলা বৈশাখের নানা অনুষ্ঠানমালা, খেলাধুলা ও গ্রামীণ মেলা আয়োজন করা হয়।
Leave a Reply