সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ১৩ এপ্রিল ২০২৫ তারিখ রাত্রী-১৯.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বড়কুঠি নামক এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই, চাঁদাবাজ সহ সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা ১। মোঃ আবির হোসেন @ জয় (২৬), পিতা-মৃত শফিউল @ শরিফুল ইসলাম, ২। মোঃ ইমন শাহারিয়া (২২), পিতা-মোঃ মাজদার আলী, উভয় সাং-তেরখাদিয়া, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগরকে গ্রেফতার করে ।
ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ নান্টু মোল্লা (২৭), মোঃ সোহাগ (২২) ও মোঃ সুজন (৩০) পেশায় অটোরিক্সা চালক। তারা প্রায় ৫-৬ বছর যাবত উক্ত পেশায় নিয়োজিত আছে। উক্ত ভিকটিমগন দের গ্রামের বাড়ী নওগাঁ জেলায়। তারা নগরীর তেরখাদিয়া নামক এলাকায় অবস্থিত গ্যারেজে আশ্রয় নিয়ে প্রায় ৫-৬ মাস যাবত কাজ করে আসছে। উক্ত এলাকায় বিভিন্ন সময়ে উক্ত আসামী দ্বয় সহ একটি গ্রুপ নিয়মিত চাঁদা আদায় করে আসছে। ভিকটিমগনের বাড়ী দূরবর্তী জেলায় হওয়ায় উক্ত আসামীগন তাদের নিকট বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে।
ইং-১৩-০৪-২০২৫ তারিখ উক্ত আসামীদ্বয় সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী উক্ত ভিকটিমদের অটোরিক্সা গতিরোধ করে নগদ-৫,০০০/-টাকা চাঁদা দাবী করে এবং মাসিক ১০,০০০/-টাকা ও দৈনিক ১০০/- হারে চাঁদা দেওয়ার জন্য হুমকি প্রদান করে। চাঁদা দিতে অস্বীকৃতি-অপারগতা জানালে উক্ত আসামীদ্বয় ও অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী
এলোপাতাড়ি চড়-থাপ্পড় দিতে থাকে এবং দেশীয় অস্ত্র দিয়ে প্রাণ নাশের ভয়-ভীতি দেখায়।
পরবর্তীতে র্যাবের একটি আভিযানিক দল অদ্য তারিখে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বড়কুঠি ‘ল’ কলেজের সামনে অভিযান পরিচালনা করে ছিনতাই, চাদাবাজি সহ সংঘবদ্ধ অপরাধ চক্রের মূল হোতা জয় ও মহানগরীর তেরখাদিয়া এলাকা কথিত ‘ইমন গ্যাং’ চাদাবাজ দলের নেতা ইমন‘কে হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত গ্রেফতারকৃত চাঁদাবাজ সদস্যের উভয়ের নামেই একাধিক মাদক ও ছিনতাই ও চাঁদাবাজির মামলা রয়েছে। তারা সকলেই রাজশাহী মহানগরীর স্থানীয় অপরাধ চক্রের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। তারা বিভিন্ন সময়ে অনেক ভুক্তভোগী মূলত রিক্সা, অটোরিক্সা ও ভ্যান চালকের নিকট দীর্ঘদিন ধরে চাঁদা দাবী ও চাঁদা আদায় করে আসছে। এই
চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে র্যাব-৫ এর এই আভিযানিক কার্যক্রম চলমান থাকবে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় চাঁদাবাজি আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply