জেলা প্রতিনিধি, নড়াইলঃ
নড়াইল সদর উপজেলা তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ১২টার দিকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক পিটিএ ও এস এম সি সমন্বয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হয়।
তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোকহোল্ডারে আয়োজনে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,গোলাম রব্বানী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপা নাথ সিকদার, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী সিরাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক কামরুন্নাহার, মো. আবু সাঈদ মোল্যা প্রমুখ।