শাকিল আহমেদ, নড়াইলঃ
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিব শেখ(৩২) নামের ০১ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ হাসিব শেখ(৩২) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পাঁচুড়িয়া গ্রামের অলিয়ার শেখের ছেলে।
১৫ এপ্রিল’ সন্ধ্যা ৭ টার দিকে নড়াইল লোহাগড়া থানা পৌরসভাধীন ৭ নং ওয়ার্ড লক্ষীপাশা গ্রামস্থ বয়েজ স্কুল ফুটবল মাঠের পশ্চিম পাশে সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাঁকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ হাসিব শেখ(৩২) কে গ্রেফতার করে।
এ সময় আসামির কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০০(তিনশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইলের লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply