সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোঃ ইয়ামিন হাসান শুভ’র উপর সংঘটিত সন্ত্রাসী হামলার মামলায় প্রধান আসামি আলামিন ও দুই নম্বর আসামি আওয়ালকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
গত কয়েকদিন ধরে ওই এলাকায় সক্রিয় মাদকচক্রের অপতৎপরতা ও মাদকবিরোধী আন্দোলন নিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিবেদন করে আসছিলেন জাতীয় দৈনিক প্রথম সূর্যোদয়ের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ ইয়ামিন হাসান শুভ, যিনি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে গত ১৩ এপ্রিল বিকেলে তাকে একদল সন্ত্রাসী পূর্ব-পরিকল্পিতভাবে হামলা করে মারধর করে এবং তার মোবাইল ফোন, নগদ টাকা, ক্যামেরা,মাইক্রোফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়। মামলাটি দায়ের হওয়ার পর মাত্র একদিনের মধ্যেই র্যাব-৫, সিপিসি-১ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে হামলার প্রধান আসামি আলামিন ও দুই নম্বর আসামি আওয়ালকে গ্রেফতার করে।
র্যাবের এই দ্রুত ও সাহসী অভিযানে সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে র্যাব-৫ এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ ইয়ামিন হাসান শুভ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুরে লোকজন শীর্ষ মাদক ব্যবসায়ী বাবলুর বিরুদ্ধে মাদক বিরোধী আন্দোলন করেন সে আন্দোলনে গিয়ে আমি তথ্য সংগ্রহ করি এবং তা সংবাদ আকারে পরিবেশন করি এর জের ধরে আমাকে মারধর করা হয় আমার কাছ থেকে প্রায় সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘটার পর আমি আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে মামলা দায়ের করি এবং মামলা রেকর্ড হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আমার উপর সংঘটিত হামলার প্রধান আসামি সন্ত্রাসী আলামিনকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১। সাংবাদিক সমাজ র্যাবের এই দ্রুত, সাহসী ও কার্যকর অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
একইসঙ্গে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সকল গণমাধ্যমে এই ঘটনার সংবাদ প্রকাশের জন্য সকল সহকর্মী সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানানো হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা ও ঐক্যবদ্ধ ভূমিকা এখন অত্যন্ত জরুরি।
Leave a Reply