নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ নাজমুল হক,তার নিজ গ্রাম বাগডাঙ্গায় ২ একর জমির উপর বারমাস ফলন দেওয়া এই লেবুর চাষ করে মাসে লেবু বিক্রি করে তিনি আয় করছেন লক্ষ লক্ষ টাকা।
সরেজমিনে বাগডাঙ্গায় তার লেবু বাগানে গিয়ে দেখা যায়, প্রায় ২ একর জমির উপর প্রায় ৫০০ লেবু গাছে ঝুলছে লেবু,প্রতিটি গাছে লেবু আছে ২০০ থেকে ৪০০ পিছ পর্যন্ত, কিছু গাছে লেবুর ফুলও এসেছে।
এ বিষয়ে লেবু চাষি অবঃ সেনা সদস্য নাজমুল হক জানান, প্রতিদিন গড়ে এক থেকে দের হাজার লেবু বিক্রি করি,
রোজার মাসে প্রতিপিস লেবু ১০ টাকা দরে পাইকারি বিক্রি করেছি,এখন দাম একটু কম, তবুও কোন সমস্যা নেই, আমি লেবু চাষ করে সন্তুষ্ট, আমি চাই আমার মত এলাকার লোক জন এই লাভজনক চাষে সম্পৃক্ত হোক।আমার এখান থেকে অনেকেই লেবুর কলমের চারা নিয়ে বাগান করছেন, প্রতিপিস চারা ৫০ টাকা করে বিক্রি করছি।নড়াইলের কৃষি অফিস যদি সার্বিক সহযোগিতা করে তাহলে লেবু চাষ করে আমি আরো লাভবান হওয়ার আশা করি।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান জানান,আমাদের নড়াইল সদর উপজেলার লেবু চাষি নাজমুল ভাই লেবু চাষে এলাকার চাষিদের কাছে অনুপ্রেরণা,তিনি একজন সফল উদ্যোক্তা, তিনি চায়না থ্রী, সিডলেস, কাগজি লেবু সহ বিভিন্ন প্রজাতির লেবুর চাষ করছেন , লেবু ভিটামিন সি এর উৎস,এবং তিনি দামও ভালো পাচ্ছেন, আমরা তার লেবু চাষে সার্বিক সহযোগিতা করবো,এবং এ রকম আরো উদ্যোক্তা তৈরী করার জন্য নড়াইল সদর উপজেলা কৃষি অফিস সব সময় তৎপর রয়েছে।