মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি আইনি সহায়তা ও জনভোগান্তি নিরসনে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন জরুরী আবশ্যক। বৃহৎ জনস্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে চট্টগ্রামের সাংবাদিক এবং চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবীদের মতবিনিময় আগামী ২৬ এপ্রিল শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে।
মতবিনিময়ে অংশ নেবেন হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের সভাপতি এডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, সেক্রেটারী এডভোকেট কাসেম কামাল, প্রধান সমন্বয়কারী বদরুল হুদা মামুন, প্রাক্তন সভাপতি এডভোকেট নাজিমউদ্দীন চৌধুরী, প্রাক্তন সেক্রেটারী জাহেদ হোসেন মীর, প্রাক্তন সভাপতি মাহবুবউদ্দীন আহেমেদ, এডভোকেট জিয়া হাবিব আহসান এবং চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।