নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল ঢাকা মহাসড়কের লোহাগড়ায় সিএনজি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ঘটনাস্থলে নিহত হয়েছে, এ দূর্ঘটনায় সিএনজির আরও ৪ যাত্রী আহত হয়েছে।
রোববার(২৭ এপ্রিল) বিকেলে লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি ও লোহাগড়া থেকে নড়াইল অভিমুখে একটি কাভার্ডভ্যান বসুপটি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নাসির শেখ নিহত হন। সিএনজিতে থাকা আহত ৪ যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দূর্ঘটনার পর নড়াইল ঢাকা মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও সিএনজি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। তুলারামপুর হাইওয়ে থানার টিএসআই মো. লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।