বুলবুল হাসান, বেড়া পাবনা প্রতিনিধি :
পাবনা জেলার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী নতুন ভারেঙ্গা ইউনিয়নের সাফুল্লাহ মৌজায় যমুনা নদীর তীরে ৭শ’ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন শহীদুল কনসালটেন্ট লিমিটেডের উপদেষ্টা মোঃ ইয়াহিয়া মিয়া, এনভায়রনমেন্ট কনসালটেন্ট, মোঃ ইব্রাহিম হোসেন। মঙ্গলবার ৯ ই আগস্ট সরেজমিনে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। জানা যায় ২০৩০ সাল নাগাদ দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় ৯৩টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে।তার মধ্যে বাস্তবায়নাধীন রয়েছে সরকারি-বেসরকারি ২৮টি অর্থনৈতিক অঞ্চল।
পরিদর্শন শেষে শহীদুল কনসালটেন্ট লিমিটেডের উপদেষ্টা মোঃ ইয়াহিয়া মিয়া বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে পাবনার মানুষের জীবন মান উন্নয়ন হবে। এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি ও বেকারত্ব দূর হবে।
এ সময় বেড়া পৌর মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন বলেন, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পাবনা তথা বেড়া উপজেলাবাসীর কাছে সময়ের দাবি এবং আশীর্বাদস্বরূপ। এতে এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। স্থানীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। আশা রাখি খুব শীঘ্রই কাজ শুরু করবে সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন বেড়া পৌর মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন, বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লা, নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ খান (আলম ), নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সেক্রেটারি মোঃ মনজুরুল আলম (মনজেল), নতুন ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু দাউদ, নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আলহাজ্ব হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, মরিচা পাড়া গ্রামের ইউপি সদস্য মাজেদুল হক, চকপাড়া গ্রামের ইউপি সদস্যদ মোঃ বাশার , বিশিষ্ট ব্যাক্তি মোঃ রফিক (মাস্টার), মোঃ নাছির উদ্দিন সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
এদিকে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মনে আনন্দ উৎফুল্লতা বিরাজ করছে। এলাকা বাসি দ্রুত এর বাস্তবায়ন দেখতে চায়।
Leave a Reply