মো: বাপ্পু আহমেদ
ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
==============
বিদ্যুৎ সাশ্রয়ে চলমান অভিযানের অংশ হিসেবে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
৯ আগস্ট উপজেলার ঝংকার মোড়, নাজিরহাট এবং বিবির হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সানি।
অভিযান চলাকালীন সরকারি নির্দেশ উপেক্ষা করে রাত ৮ টার পর দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধের দায়ে হোটেল, মুদির দোকান, ফার্নিচারের দোকান, কাপড়ের দোকান, রড সিমেন্টের দোকান, গাড়ির যন্ত্রাংশের দোকানসহ ইত্যাদি ০৯ টি প্রতিষ্ঠান কে দন্ডবিধি, ১৮৬০, বিদ্যুৎ আইন, ১৯১০, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এবং হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪ এর বিভিন্ন ধারায় সর্বমোট ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য যে, গতকাল বিদ্যুৎ সাশ্রয়ে অভিযানে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা করা হয়েছিলো।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply