বেরোবি প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে।
রবি(১৪) ই আগস্ট দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালের পিছনে পার্শ্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচি তে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।এই সময় বেরোবি সেন্ট্রাল ফিল্ডের পাশে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন তারা। এ সবুজায়ন উদ্যোগের মাধ্যমে শেখ মুজিবুর রহমান মহান রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,বাংলা বিভাগের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ), অফিসার্স এসোসিয়েশনের সভাপতি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. এটিজিএম গোলাম ফিরোজ এবং সাধারণ সম্পাদক জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী,সহ-সভাপতি সেন্ট্রাল স্টোরের ডেপুটি-রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি, যুগ্মসম্পাদক রাফিউল হাসান, কোষাধ্যক্ষ বাজেট শাখার ডেপুটি ডিরেক্টর খন্দকার আশরাফুল আলম, দপ্তর ও প্রচার সম্পাদক কলা অনুষদের কর্মকর্তা আবু তাহের মোস্তফা আল আরিফ, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আল ইমরান এবং সমাজকল্যাণ সম্পাদক রাহিমুল ইসলাম বেরোবি শাখা ছাত্রলীগ সভাপতি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের পোমেল বড়ুয়া ও সকল অফিসারবৃন্দ।
মো সিদ্দিকুর রহমান সিদ্দিক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।
Leave a Reply