আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর হিন্দুস্থান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে রাজধানীর উত্তরে সিদ্দিকিয়া মসজিদে এ হামলা চালানো হয়। শক্তিশালী বিস্ফোরণে ভবন বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে মসজিদের ইমাম আমির মুহাম্মদ কাবুলিও রয়েছেন। তাকে লক্ষ্য করেই হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার খবর নিশ্চিত করেছেন। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানাননি।
টুইটার পোস্টে তিনি বলেন, দোষীদের শিগগিরই শাস্তির আওতায় আনা হবে। এখনো এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। কাবুলে গত সপ্তাহেই আইএসের হামলায় নিহত হন তালেবান নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।
তালেবানের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে ৩৫ জন আহত অথবা আরও বেশি নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।
Leave a Reply