মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায়ও দিনটি উদযাপন করা হচ্ছে মহা ধুমধামে। জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীরা নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করেছে।
নানা আয়োজনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি জন্মদিন বা শুভ জন্মাষ্টমী। (শুক্রবার) ১৯শে আগস্ট সকাল সাড়ে ১১টার সময় খানসামার পাকেরহাট শ্রী শ্রী চরণকালী হরিবাসর প্রাঙ্গণে প্রদ্বীপ প্রজ্বলন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই দিনটি শুরু হয়।
জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও পূজাসহ নানা কর্মসূচি পালন করেছেন খানসামা পূজা উদযাপন পরিষদ।
পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ধীমান চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কান্তেস কুমার রায়, বিশেষ আলোচক ধনেশ্বর বর্মন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহব্বহক জীতেন্দ্রনাথ রায়। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায় ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রঞ্জিত কুমার মহন্তসহ অনেকে।
মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার ও খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্র রঞ্জন রায় এবং ওসি (তদন্ত) তাওহীদ ইসলাম।
ঢাক-ঢোল ও ব্যান্ডের বাজনা, শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ সেজে তাদের জয়গানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে অংশ নেন পুরুষ-মহিলারা শিশুরাও। তারা উলুধ্বনি এবং শুভ শুভ শুভ দিন শ্রীকৃষ্ণের জন্মদিন স্লোগান দেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার পাকেরহাটে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরণকলী মন্দিরে এসে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
Leave a Reply