বেরোবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্মচারী ঐক্য পরিষদের’ উদ্যেগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ ও রেনডম ব্লাড সুগার(আর.বি. এস.) পরীক্ষার আয়োজন করা হয়েছে।
গ্রেনেড হামলার ১৮ বছর পূর্তিতে রোববার (২১ আগস্ট) সকাল ১০টায় শেখ রাসেল মিডিয়া চত্বর এলাকায় তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। শেষ হয়েছে বিকাল সাড়ে ৪ টায়।
ফ্রি ব্লাড গ্রুপ ও রেনডম ব্লাড সুগার(আর.বি. এস.) পরীক্ষার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের পরিচালক প্রফেসর ড. মো: মতিউর রহমান, প্রক্টর গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ,বঙ্গবন্ধু কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ।
উল্লেখ্য,২০০৪ সালের এ দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হন ২৪ জন। আহত হন আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।
Leave a Reply