নিউজ ডেস্ক :
বেফাঁস মন্তব্য করে ব্ড্ড একা হয়ে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারত ইস্যুতে খোলামেলা বক্তব্যে অনেকটাই অস্বস্তিতে ফেলেছে ক্ষমতাসীন দলকে। তাকে দলের লোক হিসেবে পরিচয় দিতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার (২০ আগস্ট) দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুর রহমান সাফ জানিয়ে দেন পররাষ্ট্র্রমন্ত্রী দলের কেউ না। এরপর একই কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আব্দুল মোমেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য এটি ঠিক আছে, কিন্তু যেহেতু তিনি দলের কেন্দ্রীয় কমিটির কেউ না সুতরাং আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেয়া হয়নি।
মন্ত্রী বলেন, কেউ যদি বিদেশে গিয়ে কারও সঙ্গে গল্প করে সেটির দায়-দায়িত্ব দলের না। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের আরও সতর্ক হয়ে কথা বলা দরকার।
এদিকে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ।
তিনি বলেন, উনি শপথবাক্য পাঠ করার সময় বলেছেন সংবিধানের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, সমর্থন এবং নিরাপত্তা বিধান করবেন। কিন্তু তিনি শপথ লঙ্ঘন করেছেন। তাই ৪৮ ঘণ্টার মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।
Leave a Reply