এস এম-নুর
পিরোজপুর প্রতিনিধিঃ
স্বরূপকাঠি উপজেলার ব্যবসায়িক বন্দর মিয়ারহাট বাজারের প্রাণকেন্দ্র সততা (প্রা:) হাসপাতাল সংলগ্ন বেপারী বাড়ি এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকান্ডে ৪ টি গোডাউন ও একটি তিনতলা ভবনের নিচতলার ফার্নিচার ভস্মিভুত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার দিকে ওই অগ্নিকান্ড সংগঠিত হয়। এসময় ফারুক মিয়ার মালিকাধীন চারটি গোডাউন ঘরে থাকা কারেন্টের জাল, প্লাষ্টিক সামগ্রি রশি ও অন্যান্য মালামাল ভস্মিভূত হয়। একই সাথে পার্শবর্তী তিন তলা ভবনের
আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটঁনাস্থলে গিয়ে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হোন। ইতোমোধ্যে ফারুকের প্লাষ্টিক, ইব্রাহিমের রশি ও গোডাউন, শাহাদাতের ষ্টেশনারী মালের গোডাউন সম্পূর্ন ভস্মিভূত হয়। একই সাথে রিয়াদ হোসেনের বসত ঘরের আসবাবপত্র পুড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি ও সূত্রপাতের সঠিক কারন জানা যায়নি। অন্যদিকে এক ঘণ্টার ব্যবধানে একই উপজেলার সোহাগদল ইউনিয়নের মাঝি বাড়ি মো: মহাসিন হোসেন, মোঃ ইব্রাহিম হোসেন ও আসসালাম হোসেনের বাড়ি অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এই বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস ইনচার্জ বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছি। কিন্তু তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পিরোজপুর সংবাদদাতা
Leave a Reply