মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
ইউএসটিসিতে আবারো ভুল চিকিৎসায় রোগীর মর্মান্তিক মৃত্যু!রোগী পক্ষের দাবি রোগীকে মেরে ফেলেছে।এবং রোগীর প্রতি ভুল চিকিৎসা ও নানা অভিযোগ ডাক্তার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে।
আজ বুধবার দিবাগত রাত-১২টার পর চিকিৎসাধীন অবস্থায় নুরনবী(২২) মারা গেছে বলে জানিয়েছেন রোগী বোন লিপি আক্তার।তার দাবি তার ভাইকে মেরে ফেলেছে।আর আমার ভাই মরার আগেই পুলিশ হাজির সব পরিকল্পিত ভাবেই করা হচ্ছে।
জানা যায়,আড়াই মাস চিকিৎসাধীন সেই রোগী চিকিৎস্যা সংক্রান্ত নানা অনিয়মের জেরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে। এর আগেও একাধিক রোগীর প্রতি অবহেলা আর ভুল চিকিৎসাসহ নানা অভিযোগ পাওয়া গেছে উক্ত হাসপাতালের বিরুদ্ধে। এর আগে শিশুর মৃত্যুর অভিযোগে চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা। একদিনে ৩জনের মৃত্যুছাড়াও রোগী পক্ষের নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক নার্স কথা বলতে নারাজ।
বিভাগীয় প্রধান সার্জন অধ্যাপক ডাঃ মোঃ বদিউল আলম,বাদল (সার্জারী) তিনি বলেন,চিকিৎসাধীন রোগীর আমি চিকিৎসক হিসাবে শুরু থেকেই যতাযত চিকিৎসা দেওয়া হয়েছে বলে।রোগীর অবস্থা অত্যান্ত জটিল,আশঙ্কাজনক পরিস্থিতিতে ও অপারেশনে পরে একাধিকবার বোর্ড বসিয়ে জটিলতার বিষয়ে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে,রোগী পক্ষের অভিযোগ ডাক্তারের কর্তব্য পালনে চরম অবহেলা গাফিলতির রয়েছে।যা কিনা ডাক্তার রোগী সম্পর্কে একেক সময় একেক রকম ভাবে মিথ্যাচারে নিজের ভুল চিকিৎসাকে আড়াল করতে চাইছে।আর সে আরো যেসব রোগী সম্পর্কে অবস্থা বর্ণনা ও বক্তব্য দেন সেইসব বানোয়াট মিথ্যা অজুহাত সাজানো। ধারাবাহিকভাবে ডাক্তার কর্তৃক গৃহীত নানান অবহেলায় ও ভুল চিকিৎসায় মারা গেছে। এছাড়া ডাক্তারের অমানবিক অশালীন আচরণ বিবেকহীন সিদ্ধান্ত মন্তব্য তার দোষ দুর্বলতাকেই স্পষ্ট করে তুলে।
উল্লেখ্যঃ মানুষ মানুষেের জন্য তাই আর কোন রোগীে যেন ভুল চিকিৎসা কিংবা অবহেলার শিকার না হয়।এমনটাই দাবি ও প্রত্যাশা ভুক্তভোগী ও সচেতনমহল ও সকলের। আর নয় অপচিকিৎসা আর নয় অবহেলা আর নয় অপচিকিৎসায় মৃত্যু। যা-রটে তা-তো বটে তাই অপচিকিৎসা নাকি স্বজনদের মিথ্যাচার তা খতিয়ে দেখার দাবি সচেতনমহল সকলের। যতাযত কর্তৃপক্ষ প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি।ডাক্তার যেন হয় রোগীবান্ধব রোগীরা যেন হয় ডাক্তারের প্রতি ফিরে পাই আস্থা বিশ্বাস হয়ে উঠে নির্ভরশীল।
Leave a Reply