মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলার আলো, দৈনিক স্টার নিউজ, স্থানীয় দৈনিক দেশ মা, দৈনিক খবর একদিন সহ বিভিন্ন অনলাইন পোর্টালের প্রতিনিধি আজিজার রহমানের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি হয়েছে। যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষাধিক হতে পারে বলে জানিয়েছেন পরিবারের সদস্যররা।
গতকাল ২৪ (আগস্ট) বুধবার রাত আনুমানিক ১টা থেকে ২ টার মধ্যবর্তী সময়ে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ পাকেরহাট (হাসিমপুর চৌধুরী পাড়া সংলগ্ন) বকস্ পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব (বাবু)।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যায়, আঙ্গারপাড়া ইউনিয়নের বিট পুলিশ ইনচার্জ এসআই গৌতম কুমার সাহা। তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি এটা মর্মান্তিক চুরি হয়েছে। আর লোকগুলা গরিব ছিল। এটা কখনোই আমার বিট ইউনিয়নে আমি আশা করি নাই।
এ বিষয়ে সাংবাদিক আজিজার রহমান বলেন, গতকাল রাতে আমার বড় ভাই বখতিয়ার উদ্দিনের গোয়ালঘর থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের আমার একটি গাভী ও একটি আরিয়া গরু চুরির ঘটনা ঘটেছে। আসলে এই গরু চুরির ঘটনাটিকে আমি মনে করি পরিকল্পিত একটি ঘটনা। তার কারণ যখন চোরেরা চুরি করতে আসে তখন তারা গোয়াল ঘরের পাশে শোয়ার ঘরের দরজায় বাহির থেকে আটক করে দিয়ে গরু নিয়ে যায়। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে খানসামা উপজেলায় বিভিন্ন ঘটনাবলী যেমন খুন,ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ অসামাজিক কার্যকলাপ ও সর্বশেষ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করার কারণেই পারিবারিকভাবে তার ক্ষতি সাধন করার জন্যই পরিকল্পিতভাবে এই ঘটনাটি হয়েছে বলে মনে করেন তিনি।
খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায় জানান, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে গরু চুরির ঘটনাটি শুনেছেন। এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন গরু চুরি বন্ধে পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
Leave a Reply