সাব্বির আহমেদ হৃদয়
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার চাটমোহরে আগুনে পুড়ে নিঃস্ব হতদরিদ্র দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা ও রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।
রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মথুরাপুর গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত আব্দুল হান্নান মালিথার স্ত্রী রোজিনা খাতুনের হাতে খাদ্য সামগ্রী ও নগদ দুই হাজার তুলে দেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন। এছাড়া শাড়ী ও লুঙ্গী দেয়া হয়েছে।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা শাখার যুব প্রধান শাকিলা আল বিনতে খান, উপ যুব প্রধান-১ নাইমুর রহমান, সাংবাদিক শাহীন রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা দেওয়ান সাহাবুর রহমান চন্দন উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত রোজিনা খাতুন বলেন, আগুনে সবকিছু শেষ হবার পর থেকে অন্যের বাড়িতে বসবাস করছেন পরিবার নিয়ে। ঘরে খাবার নেই। এই সহায়তা পেয়ে তাদের অনেক উপকার হলো। এজন্য উপজেলা চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের আব্দুল হান্নান মালিথার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় বসতঘরের তিনটি কক্ষ, রান্নাঘর ও ভেতরে থাকা কাপড় চোপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী, নগদ টাকা সবকিছু পুড়ে যায়। কোনোকিছুই রক্ষা করা যায়নি। সবমিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারটির।
Leave a Reply