নিউজ ডেস্ক :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের পারফরমেন্সের ভিত্তিতে কলেজ র্যাঙ্কিংয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। র্যাঙ্কিং-২০১৮ সালের নির্বাচিত ৭৬টি কলেজের ফলাফলে জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজ (৭০.৫৪ পয়েন্ট) শীর্ষে রয়েছে। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে পাবনার ঐতিহ্যবাহী কলেজ সরকারি এডওয়ার্ড কলেজ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা পাঁচটি কলেজ হলো- রাজশাহী কলেজ, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, আনন্দমোহন কলেজ ও কারমাইকেল কলেজ। সেরা মহিলা কলেজ- লালমাটিয়া মহিলা কলেজ, সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ ও সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ।
সরকারি এডওয়ার্ড কলেজ দেশের অন্যতম প্রাচীন কলেজ। কলেজটি পাবনার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৮৯৮ সালে। প্রায় ২২০০০ শিক্ষার্থীর এই কলেজটিতে উচ্চমাধ্যমিক থেকে শুরু করে উচ্চতর ডিগ্রি নেয়া যায়।
এদিকে ঢাকা অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, সিলেট অঞ্চলে ৬টি, বরিশাল অঞ্চলে ৪টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র্যাঙ্কিংয়ের জন্য আবেদন করে। পরে র্যাঙ্কিংয়ের ৩১টি (কেপিআই) ক্রাইটেরিয়ার ওপর ভিত্তিতে যাচাই-বাছাই করে অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তারা চূড়ান্ত তালিকা তৈরি করেছেন।
তিনি আরও বলেন, কার্য সম্পাদন সূচক, যেমন- একাডেমিক কার্যক্রম, কলেজ ব্যবস্থাপনা, অবকাঠামো, পঠন-পাঠনে শিক্ষার্থী উপস্থিতি প্রভৃতি বিষয়ের পরিপ্রেক্ষিতে র্যাঙ্কিংয়ের জন্য মানদণ্ড নির্বাচন করা হয়। তবে ২০১৫ সাল থেকে কলেজ র্যাঙ্কিং কার্যক্রম শুরু হয়। নির্বাচিত এসব কলেজগুলোকে প্রনোদনা দেওয়া হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপউপাচার্য অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ডিন অধ্যাপক ড. নাসির উদ্দিন, ডিন অধ্যাপক ড. বিন কাসিম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এস এম রফিকুল আলম প্রমুখ।
Leave a Reply