মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুরে দুই ইজিবাইকের সংঘর্ষে আব্দুল কাদির জিলানী (৫২) নামে এক পল্লী চিকিৎসকের ডান হাত বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের মোবারকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। জিলানী খড়িয়াকাজিরচর ইউনিয়নের দক্ষিণ খড়িয়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর শহর থেকে ঔষধ কিনে ইজিবাইকে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন পল্লী চিকিৎসক আব্দুল কাদির জিলানী। এসময় শহরের মোবারকপুর মহল্লার বাঁশখালী এলাকায় আসলে বিপরীত দিকে থেকে দ্রুত গতিতে আসা আরেকটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা জিলানীর ডান হাত অপর ইজিবাইকের রডে লেগে বিচ্ছিন্ন হয়। এছাড়া মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত পান তিনি। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর বাবুল মিয়া বলেন, পল্লী চিকিৎসক জিলানীর হাত রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়র হাতটি উঠিয়ে ইজিবাইকের ছিটের ওপর রাখে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ইজিবাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Leave a Reply