বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মোবাইল কোর্টে মাছ ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ভাঙ্গুড়া মাছ বাজার এলাকায় মানব দেহের জন্য ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মোঃ আলী আকবর ও মোঃ আনিছ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী প্রত্যেককে পাঁচ হাজার করে সর্বমোট ১০০০০/= (দশ হাজার) টাকা অর্থদন্ডারোপ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা
মোঃ নাজমুল হুদা ও ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় জনগণের উপস্থিতে জব্দকৃত জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
Leave a Reply