রাজশাহী,প্রতিনিধিঃ
পায়ুপথে বিশেষ কায়দায় হেরোইন পাচার করতে গিয়েও রাজশাহীতে এক যুবক র্যাবের হাতে ধরা পড়েছেন। তাঁর সঙ্গে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই নারীর শপিং ব্যাগে পাউরুটির ভেতর পাওয়া গেছে হেরোইন। দুজনকে একসঙ্গেই গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল।
গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের রিমা বেগম (৩০) এবং আজহারুল ইসলাম (২৬)। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে র্যাব-৫ এর সদর দপ্তরের একটি দল গোদাগাড়ীর বাসুদেবপুর এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করে।
সন্ধ্যায় র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অটোরিকশায় যাত্রী বেশে যাওয়ার সময় রিমা ও আজহারুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় রিমার শপিং ব্যাগে পাউরুটির ভেতর বিশেষ কায়দায় লুকানো ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
পরে জিজ্ঞাসাবাদে আজহারুল ইসলাম জানান, তাঁর পায়ুপথে ৩০ গ্রাম হেরোইন আছে। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাশিয়াডাঙ্গার এক আমবাগানে আজহারুল হেরোইন বের করে দেন। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply