আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ার সমুদ্র উপকূলে অভিবাসনপ্রার্থী বোঝাই নৌকাডুবিতে প্রাণ হারালেন কমপক্ষে ৩৪ জন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আরও ২০ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, উদ্ধারকৃতদের স্থানীয় বাসেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে বৈরী আবহাওয়া এবং উত্তাল সমুদ্র উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গত মঙ্গলবার প্রায় দেড়শো আরোহী নিয়ে লেবাননের উত্তরাঞ্চল থেকে রওনা দেয় নৌযানটি। গন্তব্যস্থল ছিলো ইউরোপ। কিন্তু পথেই দুর্ঘটনায় পড়ে নৌকাটি।
সম্প্রতি ব্যাপক অর্থনৈতিক সংকটে পরেছে লেবানন। ডলারের বিপরীতে লেবানিজ পাউন্ডের দরপতন ঘটেছে ৯০ শতাংশ পর্যন্ত। বেকার হয়ে পড়া মানুষরাই উন্নত জীবনের খোঁজে ইউরোপে ছুটছেন।
Leave a Reply