রিপোর্টঃ মোঃ শিমুল মাহমুদ
ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাবি) এর ৫৩ তম সমাবর্তন অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ১৯ই নভেম্বর। এবং সমাবর্তন অনুষ্ঠানে অংশ গ্রহনের সুযোগ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।তবে,সাত কলেজের শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না।তাদের অংশগ্রহণ করতে হবে ভার্চুয়ালি প্রজেক্টেরের মাধ্যমে।এই ভার্চুয়ালি সমাবর্তন নিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে প্রহসন মূলক সিদ্ধান্ত হিসেবে মনে করেন।
এ বিষয়ে জনতার কথার সাথে কথা হয় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী তসলিম চৌধুরীর সাথে তিনি বলেন, ভার্চ্যুয়াল সমাবর্তন সাত কলেজের জন্য লজ্জাকর ও অপমানজনক।ঢাবির অধিভুক্ত ও উপাদানকল্পের সকল শিক্ষার্থীরা সরাসরি মুল স্পটে অংশগ্রহণ করতে পারলেও সাত কলেজের জন্য ডিজিটাল অনলাইন পর্দায় সমাবর্তন সত্যিই লজ্জাকর বিষয়।
এটা রীতিমতো সাত কলেজের জন্য একটা বিরাট বড় বৈষম্য।
ঢাবি সাত কলেজ কে নিয়ে সার্টিফিকেট বাণিজ্যে নিজেদের ষোলোকলা যেভাবে বুঝে নিচ্ছে সেভাবে সাত কলেজের অধিকার বুঝিয়ে দিচ্ছে না।
সাত কলেজ শিক্ষার্থীদের দাবী,সমাবর্তনের মুল স্পটে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে নতুবা, সাত কলেজ কে নিয়ে আলাদাভাবে সমাবর্তন এর আয়োজন করতে হবে।
কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান বলেন,এতো টাকা দিয়ে বায়স্কোপ না দেখে,প্রহসন মূলক সমাবর্তন বর্জন করাই উত্তম।
ইডেন কলেজের শিক্ষার্থী আসিফা আল রাফি কবিতা বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১৩৪ টি এফিলিয়েটেড/ ইনস্টিটিউট/ কলেজ আছে।এর মধ্যে ১২৭ টি ইনস্টিটিউট/কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সে ক্ষেত্রে সাত কলেজের সাথে এমন বৈষম্য কেন।আমরা সাত কলেজের শিক্ষার্থীরা আলাদা করে সমাবর্তনের আহ্বান জানাই।যদি তা না হয় তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।
এ বিষয়ে জনতার কথার সাথে কথা হয় সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য সাথে তিনি বলেন, সাত কলেজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তনেও প্রজেক্টের মাধ্যমে অংশ নিয়েছিলো। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তননেও সাত কলেজ শিক্ষার্থীরা প্রজেক্টের মাধ্যমে অংশ নেওয়ার কথা রয়েছে।শিক্ষার্থীদের অভিযোগের কথা শুনেছি এ বিষয়টি নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করবো।
উল্লেখ্য,ঢাকা কলেজ মাঠে
সরকারি কবি নজরুল কলেজ,সরকারি তিতুমীর কলেজ,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,বাঙলা কলেজ এবং ঢাকা কলেজের ভেন্যু নির্ধারণ করা হয়েছে এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ইডেন মহিলা কলেজের মাঠে।অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে
Leave a Reply