নিউজ ডেস্ক :
বিশ্বের অন্যতম একটি পবিত্র স্থান জেরুজালেম। এটি মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত। তাই মুসলিম বিশ্বে মক্কা মদিনার পরেই আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে পবিত্র স্থান। তবে এটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান। যা টেম্পল মাউন্ট নামে পরিচিত।
চলতি রমজান মাসে জেরুজালেমের উত্তেজনা বেড়েছে। কারন ধর্মপ্রাণ মুসলমানেরা এখানে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজও পড়তে আসতেন।
তবে স্বাভাবিক ভাবেই এই অঞ্চলে ইহুদিদের আনাগোনা প্রচুর পরিমানে বেড়েছে।
এই রমজানে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের পুলিশের বেপক সংঘর্ষ হয়। এতে আহত হয় প্রায় ৩০০ জন। আটক করা হয় প্রায় কয়েকশো সাধারণ মানুষকে। তাদের অপরাধ ছিল তারা মসজিদে এসে নামাজ পড়েছে!
ইসরায়েল পুলিশ বলছে তারা নানা ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত!পুলিশের অভিযান এখনও চলমান রয়েছে।
পৃথিবীর অন্যতম এই পূরনো শহর ইতিহাসের এক জীবন্ত ফসিল।
জেরুজালেম নিয়ে উত্তেজনা সেই
প্রথম থেকেই।
তাই নীল আর্মস্ট্রং বলেছিলেনঃ আমি চাঁদে হাঁটার সময়ও এতটা শিহরিত হয়নি যতটা জেরুজালেমে হয়েছি।
ছবিঃ এসোসিয়েটেড প্রেস
Leave a Reply