নিজস্ব প্রতিবেদক :
নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। শনিবার সকাল ১১টায় বড়াইগ্রামের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে বনপাড়ার পাটুরিয়া ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহন ও নাটোর থেকে ঢাকাগামী জিএম পরিবহন – বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে নিহত সাতজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা সাদিয়া (১২), কাওসার (১৮) ও টাঙ্গাইলের দেলদুয়ারের আবদুল জলিল। এর মধ্যে সাদিয়া ও কাওসার ভাই-বোন।
এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ন্যাশনাল পরিবহনের একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আজ বেলা ১১টার দিকে বাসটি মহিষভাঙ্গা এলাকার গাজী অটোরাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহনের বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিয়াম পরিবহনের বাসটি ছিটকে গিয়ে রাইস মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ন্যাশনাল পরিবহনের বাসটি মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে কিছুটা নেমে যায়।
Leave a Reply