সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি
তিস্তাকে ঘিরে বাংলাদেশ সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনা সরকারকে দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে লালমনিরহাট ও নীলফামারীর মধ্যবর্তী সীমানায় অবস্থিত তিস্তা ব্যারেজ (ডালিয়া) এবং রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা এলাকা পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
লি জিমিং আজ রোববার (৯ অক্টোবর) সকালবেলা তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে দুপুর ২ টায় গঙ্গাচড়া উপজেলার মহিপুর শেখ হাসিনা সেতু এলাকায় তিস্তা নদী পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে লি জিমিং বলেন,বাংলাদেশ সরকারের প্রস্তাবের প্রেক্ষিতে আমি শুধুমাত্র এখানে এসেছি এর সম্ভাবতা যাচাইয়ের জন্য। এটা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের কতটা সুফল বয়ে আনবে। কিভাবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সেজন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে এটা নিয়ে বসব।
মহিপুর শেখ হাসিনা সেতু পরিদর্শনে তার সাথে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আনোয়ারুল হক ভুইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন, নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব,গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন,উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন (পিএএ) এবং উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্ধ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ বলেন, মহামান্য চীনের রাষ্ট্রদূত এখানে এসেছেন, বাংলাদেশ সরকারের তিস্তাকে ঘিরে যে মহাপরিকল্পনা,তা বাস্তবায়নে চীনের রাষ্ট্রদূত গঙ্গাচড়া তথা এই অঞ্চলের মানুষের মঙ্গলের জন্য যা করা দরকার তিনি করবেন বলে আশ্বাস দেন।
Leave a Reply