এস এম-নুর
পিরোজপুর প্রতিনিধি :
” গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর রেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর উদ্দীপন শিশু ও যুব ক্লাবের আয়োজনে শিশু অধিকার সপ্তাহ ২০২২ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপিত হয়।
উদযাপন উপলক্ষে মানববন্ধন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মরিয়ম জাহান উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর পিরোজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান জোনাল ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর জোন জনাব কাইয়ুম হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক পিরোজপুর অঞ্চল খালেদা আক্তার হেনা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর শাখা।
অমিত বিশ্বাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আবু রাইহান মোঃ আব্দুর রাকিব প্রকল্প সমন্বয়কারী উদ্দীপন CCA প্রকল্প অনুষ্ঠানে শিশু প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ক্লাব সদস্য সানজিদা আফরিন সাফা ও সাফওয়ান মল্লিক । অনুষ্ঠানে বক্তারা বলেন শিশু অধিকার বাস্তবায়ন করতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে শিশুদের নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে তাহলেই আলোর রেশ ছড়িয়ে শিশুরা সোনার দেশ গড়বে। শিশুদের মাঝে চিত্রাংকন ও পোস্টার লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
পিরোজপুর সংবাদদাতা
Leave a Reply