বেরোবি লাইভ:
বেরোবিতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিবস পালন। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’গত বছর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে হয়ে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়ক ঘুড়ে শেখ রাসেল মিডিয়া চত্বরে এসে শেষ হয়। এরপর দিবসটি উপলক্ষে শেখ রাসেল মিডিয়া চত্বরে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
এরআগে জাতীয় সংগীত পরিবেশনা , জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন তিনি।এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শেখ রাসেল মিডিয়া চত্বরে বৃক্ষরোপণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড.মজিব উদ্দিন আহমদ, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান মন্ডল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো শরিফুল ইসলাম, প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম,জনসংযোগ তথ্য ও প্রকাশা বিভাগের উপ-পরিচালক মোঃ মোহাম্মদ আলী, প্রফেসর ড.মতিউর রহমান, বাংলাদেশ ছাত্রলাীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীম, , এছাড়াও কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
Leave a Reply