শাকিল আহমেদ, নড়াইলঃ
নড়াইলে হঠাৎ করে গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। জেলার বিভিন্ন স্থানে একের পর এক গরু চুরির ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামের মনু ভুইয়ার বাড়ি থেকে ৩ টি গরু চুরি হয়েছে।
গত ১৯ ই অক্টোবর বুধবার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের হাফিজার শেখের গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরি হয়েছে।
চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামের নুরু মোল্লার গোয়াল ঘর হতে ৪ টি গরু চুরি হয়েছে। গত কাল ২২ই অক্টোবর নড়াইল পৌর এলাকার উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের গোয়াল ঘর থেকে ৫ টি গরু চুরি হয়েছে।
যে গরু গুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
উজিরপুর গ্রামের গরু পালনকারী রাম বিশ্বাস কান্না জড়িত কন্ঠে বলেন, অনেক কষ্ট করে এন জিও থেকে লোন নিয়ে খামার করে গরু লালন পালন করছিলাম। এক রাতে আমাকে পথের ফকির করে দিল চোর চক্র।
এনিয়ে জেলায় গরু পালন কারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে ।
হঠাৎ করে এই ধরনের গরু চুরির ঘটনা আগে ঘটেনি বলে জানান অনেকেই।
চুরি হওয়া গরু উদ্ধার, রাতে পুলিশি পাহারা বৃদ্ধি ও চোর চক্রকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভূক্তভোগী ও সচেতন মহলের।
Leave a Reply