পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর জেলা জাতীয় পার্টি
ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩) অক্টোবর বিকালে স্থানীয় চেম্বার অব কমার্স কার্যালয়ে পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহম্মেদ এর সঞ্চালনায় এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি তৌহিদ উদ্দিন শেখ, এ সময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মুন্সি মোহাম্মদ ওমর ফারুক নান্না , জেলা যুব সংহতির সাধারন সম্পাদক মোতালেব হোসেন তোতা,পিরোজপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি, কাউখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সহিদুল ইসলাম সোহেল, জেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি মাওঃ মহিউদ্দিন জিহাদী, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার প্রমূখ।
এ সময় বক্তারা আবারো উপজেলায় আদালত চালুর দাবী জানিয়ে বলেন, এ দেশের গরীব দুখী মানুষের কথা চিন্তা করে সারাদেশে উপজেলা ব্যাবস্থা চালু করেছিলেন মরহুম সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদ। তার একটা বিখ্যাত উক্তি ‘৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাঁচবে’। এই গ্রামগুলোর মূল কেন্দ্র ছিল এই উপজেলা পরিষদ।
পিরোজপুর সংবাদদাতা।
Leave a Reply